বেহাল রাস্তা সারাই হোক নাহলে দুর্গাপুর নগর নিগম ঘেরাওয়ের হুমকি কংগ্রেসের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০আগস্টঃ
দুর্গাপুর ইস্পাত নগরীর এস এন ব্যানার্জী রোড বেহাল হয়ে পড়েছে, অথচ সেই রাস্তা সারাইয়ের জন্য বারংবার প্রশাসনকে বলেও কোনো লাভ না হওয়ায় এবার অভিনব প্রতিয়াদের পথে হেঁটে বিক্ষোভ দেখাল কংগ্রেস। যার নেতৃত্ব দেন জেলার প্রাক্তন সভাপতি দেবেশ চক্রবর্তী। আজ রবিবার ওই এলাকায় গরু লাঙ্গল নিয়ে পদযাত্রা করে বেহাল রাস্তায় ধানের বীজ রোপন করে কংগ্রেস কর্মী সমর্থকরা। বিক্ষোভ শেষে প্রাক্তন সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন যে, “এস এন ব্যানার্জী রোড থেকে নেতাজী সুভাষ রোড প্রায় ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙ্গা। রাস্তাটি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের আওতাধীন হলেও তাদের সাথে দুর্গাপুর নগর নিগম এই মর্মে চুক্তিবদ্ধ যে ইস্পাত নগরীর সীমান্তবর্তী এলাকার রাস্তাগুলি দেখভালের দায়িত্ব নগর নিগমের। কিন্তু বার বার বলে সত্বেও দুর্গাপুর নগর নিগম এতে কর্ণপাত করেনি। বেশ কয়েকটি ওয়ার্দ সহ গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি কিন্তু মেয়র যিনি নিজে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন, আজ তিনি এসি ঘরে বসে কানে কুলুপ এঁটেছেন। তাই আজ বাধ্য হয়ে এই প্রতিকী প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। শুধু তাই নয় এই রাস্তা দিয়ে হেভিলোডেড ট্রাক চলাচল করে আর তৃণমূল নেতৃত্ব সাথে পুলিশ প্রশাসন মোটা টাকা উপঢৌকন নিয়ে হেভিলোডেড ট্রাকগুলোকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। তাই আজকের এই প্রতিবাদের পরেও প্রশাসন কোনো হেলদোল না দেখায় তাহলে আগামীদিন দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে মেয়রকে সেখান থেকে উৎখাত করব।”