বহিরাগতদের নয় স্থানীয়দের কারখানায় চাকরী দিতে হবে, দুর্গাপুরে জেলা সভাপতির দাবির পর এবার দলের কর্মীদের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০সেপ্টেম্বরঃ
ফের সংবাদে জায়গা করে নিলো দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল কারখানার কর্তৃপক্ষের সাথে দেখা করার পর দাবি জানিয়েছিলেন এই কারখানার বহিরাগতরা নয় স্থানীয় বেকার যুবক যুবতীদের কাজ পাওয়া উচিত, আর সাত দিন পেরোতে না পেরোতেই এবার সেই দাবি নিয়েই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় শাসকদলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা।
দুর্গাপুর নগর নিগমের ২৮ ও ২৯ নং ওয়ার্ডের আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা বুধবার সকালে কারখানার গেটের সামনে দাঁড়িয়ে পড়ে, কারখানার ভেতর ঢুকতে বাধা দেয় বহিরাগত শ্রমিকদের। তাদের অভিযোগ কোনো রকম গেট পাস ছাড়া তাঁরা কিভাবে এই কারখানার ভেতর ঢুকে কাজ করছে। সাথে তাঁরা এও অভিযোগ জানায় যে, কিছু তোলাবাজ নেতাদের মদতে কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কারখানার কাজে বহাল করছে। বহিরাগতরা নয় স্থানীয়দের কাজ দিতে হবে বলে বিক্ষোভ দেখায় তাঁরা। সাথে তাঁরা এও হুঁশিয়ারী দেয় যে, কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে কোনো ভূমিকা না নেয় তাহলে তাঁরা বড় আন্দোলনের পথে পা বাড়াবে।