উত্তরপ্রদেশে মমতাবালা ঠাকুরের সাথে অভব্য আচরনের প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ মতুয়া সম্প্রদায়ের সদস্যদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪অক্টোবরঃ
উত্তরপ্রদেশের হাথরসে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুরকে ঢুকতে বাধা সাথে অভব্য আচরনের অভিযোগ উঠছে উত্তরপ্রদেশের প্রশাসনের বিরুদ্ধে। সাথে উত্তরপ্রদেশে একের পর এক দলিত মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ অর্থাৎ রবিবার দুর্গাপুরে আংশিক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সোনাইচন্ডীপুর শাখার সদস্যার। দুর্গাপুর ব্যারেজের কাছে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়কে তাঁরা এই অবরোধ করেন। পথের উপর বসে পড়েন তাঁরা। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম এই রাজ্য সড়কে।