দুর্গাপুর মহকুমা শাসককে কৃষি সংক্রান্ত দাবি সম্বলিত স্মারকলিপি কংগ্রেসের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ডিসেম্বরঃ
কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি দুর্গাপুর মহকুমা শাসকের হাতে তুকে দেওয়া হল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের দাবিগুলির মধ্যে মূলতঃ ছিল কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল করতে হবে, রাজ্য সরকারকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনতে হবে। সাথে কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান তাঁর জন্য ফড়েদের উৎপাত বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, যে সমস্ত রাজ্যে কংগ্রেস শাসন রয়েছে সেই সমস্ত রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যের সাথে বোনাস যোগ করে কৃষকদের দেওয়া হয়, অথচ এই রাজ্যের কৃষকরা বোনাস তো দূর ন্যূনতম সহায়ক মূল্যও পান না ফসলের। তাই অবিলম্বে কৃষকদের ন্যুনতম সহায়ক মূল্য ১৮৬৮ টাকা করে দেওয়ার দাবি জানিয়েছি আমরা।