“স্বপ্নউড়ান” এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দুর্গাপুরে মন্ত্রী শুভেন্দু

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২নভেম্বরঃ
স্বেচ্ছাসেবী সংস্থা “স্বপ্নউড়ান” জগদ্ধাত্রী পুজোর আয়োজন করল দুর্গাপুর শিল্পাঞ্চলে। এই পুজোর উদ্বোধন হল তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত এস বি মোড়ে আয়োজিত স্বপ্নউড়ানের প্রথম বছরের এই জগদ্ধাত্রী পুজোয় মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিয়ে বলেন, “করোনা পরিস্থিতিতে বিশেষ করে লকডাউনের সময় সরকারের পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যারা দারুনভাবে কাজ করেছে। সাধারন অসহায় মানুষের পাশে দিনরাত থেকে তাদের অন্ন সংস্থান যেভাবে করেছে তা এক কথায় প্রশংসার দাবি রাখে। এই স্বপ্নউড়ানের প্রথম বছরের এই পুজোর উদ্বোধন সরকারী নিয়ম ও হাইকোর্টের নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই করা হল।”
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের ৪নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, গৌড়ীও মঠের মহারাজ, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কর্মকর্তাগন, মারোয়াড়ী যুব মঞ্চের সদস্যবৃন্দরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়।