ব্যবসায়ীদের সরকারী লালফিতের ফাঁস থেকে মুক্ত করতে দুর্গাপুরে চালু হল “মুশকিল আসান”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২অক্টোবরঃ
রাজ্য পশ্চিমবাংলায় কৃষি ও শিল্প বানিজ্যের সহাবস্থান। কিন্তু অনেক সময়ই এই রাজ্যে ব্যবসা করতে গিয়ে নানা সরকারী নিয়মের বেড়াজালে পড়ে হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। তাই ব্যবসায়ীদের নানারকম অসুবিধা থেকে মুক্ত করতে সরকারের তরফে আনা হল মুশকিল আসান। আজ সোমবার দুর্গাপুরের বেনাচিতির একটি শপিং মলে অনুষ্ঠানের মাধ্যমে এই মুসকিল আসানের মাধ্যমে “সরকার আপনাদের পাশে আছে” এই মর্মে ব্যবসায়ীদের আস্বস্ত করা হল।
মুশকিল আসানের মূল বিষয়ই হল এক ছাদের তলায় বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধিরা থাকবেন যারা ব্যবসায়ী তথা শিল্পপতিদের সাহায্য করবেন বিভিন্ন সমস্যা থেকে বের হতে। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় জেলাশাসক পূর্নেন্দু মাজির হাত ধরে।
জেলাশাসক বলেন, ব্যবসায়ীরা অনেক সময়ই ট্রেড লাইসেন্স কিংবা জমি সংক্রান্ত বা অগ্নি নির্বাপণ ব্যববস্থা সংক্রান্ত, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সহ বিভিন্ন সরকারী দপ্তরের নিয়মের চাপে পড়ে এই দপ্তর ওই দপ্তর ঘুরতে ঘুরতে হয়রানির শিকার হন। তাই ব্যবসায়ীদের সেই সমস্ত অসুবিধার মধ্যে যাতে পড়তে না হয় তাঁর জন্য ব্যবসায়ীদের ছোটাছুতি বন্ধ করতে একই ছাতার তলায় সমস্ত সরকারী দপ্তরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এই মুসকিল আসানের মাধ্যমে। জেলাশাসক আরো জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল আসানের এই প্রকল্পে সাধারণ ব্যাবসায়ী ও শিল্পপতিরা কতটা উপকৃত হল সেই সম্পর্কে পুজোর পর আরো একটি রিভিউ মিটিং করা হবে।
এদিনের অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন, মহকুমা শাসক অনির্বাণ কোলে, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, ব্যাবসায়ী সংগঠনের পক্ষে কবি দত্ত সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।