দুর্গাপুর মহকুমা হাসপাতালে রহস্যজনক মৃত্যু বিচারাধীন বন্দির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭আগস্টঃ
এক বিচারাধীন বন্দীর মৃত্যু হল হাসপাতালে চিকিৎসা চলাকালীন। মৃত ব্যাক্তি শ্যামল বাউড়ি(৫১) দুর্গাপুরের জেমুয়ার পরানগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, দিন পনেরো আগে মহিলা সংক্রান্ত কোনো এক ঘটনায় নিউটাউনশিপ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তারপর থেকে সে দুর্গাপুর উপসংশোধনাগারেই ছিল।
হাসপাতাল সুত্রে জানা গেছে, আজ অর্থাৎ শুক্রবার বুকে ব্যাথা অনুভব করায় তাঁকে বেলা সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সিসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। এরপর বেলা তিনতে নাগাদ তার মৃত্যু হয়। ঠিক কি কারনে ওই ব্যাক্তির মৃত্যু হল তা এখনই সঠিকভাবে কিছু জানা যায়নি তবে হাসপাতাল সুপার ইন্দ্রজিৎ মাজি বলেন মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবেই সঠিকভাবে বলে যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।