না নিচ্ছে সরকার না রাইসমিলে, প্রতিবাদে গলসীতে বিক্ষোভ ধান কৃষকদের

আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ২৩ডিসেম্বরঃ
পুর্ব বর্ধমান জেলার গলসী ১নং ব্লকের পদনা পুরষা পঞ্চায়েতের কয়েক শ’ চাষী তাদের ধান বিক্রি করতে না পারায় গলসী ১নং বিডিও অফিসে বিক্ষোভ দেখায়।
বিক্ষুব্ধ চাষীরা জানান, সরকার তাদের ধান নিচ্ছে না আবার রাইসমিলেও নিচ্ছে না বলে অভিযোগ। যার ফলে চাষীদের ধান বাড়িতেই রয়ে গেছে। ধান বিক্রি করতে না পারলে তাদের যে ঋণ কি করে শোধ করবে বা নতুন করে চাষ করবে ভেবে পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে চাষীরা বিডিও দপ্তরে এসে বিক্ষোভ দেখাচ্ছে। সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছে চাষীরা এমনটাই জানিয়েছেন রবিউল হাসান মোল্লা, উজ্জ্বল নাসিম মল্লিকরা।
গলসী ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি জানিয়েছেন “চাষীদের ধান কেনা হবে। “কিছু ত্রুটি থাকার কারণে একটু দেরি হয়ে গেছে, তবে খুবই তাড়াতাড়ি চাষীদের ধান কেনা হবে।”