বিভ্রান্তির অবসান, সরকারী প্রকল্পের সব তথ্য এবার সরাসরি পেতে লাউদোহায় খোলা হল “বাংলা সহায়তা কেন্দ্র”
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২সেপ্টেম্বরঃ
এলাকার বাসিন্দাদের সুবিধার্থে বুধবার লাউদোহা বিডিও দপ্তর চত্বরে উদ্বোধন হলো ”বাংলা সহায়তা কেন্দ্র”- র । উদ্বোধন করলেন বিডিও মৃণাল কান্তি বাগচী। সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা ।
বিডিও মৃণাল কান্তি বাগচী বলেন এই কেন্দ্র থেকে বাসিন্দারা কন্যাশ্রী, ভাতা,পেনশন সহ সমস্ত ধরনের সরকারি প্রকল্পের তথ্য জানতে পারবে। তিনি বলেন এতদিন সরকারি সহায়তা কেন্দ্র না থাকার ফলে মানুষকে বিভ্রান্তির মধ্যে পড়তে হতো। টাকা খরচ করে অন্যের দ্বারস্থ হতে হতো সাহায্য নেওয়ার জন্য। এখন থেকে কোন খরচা ছাড়াই এই ”বাংলা সাহায্য কেন্দ্র” থেকে তারা সেই সাহায্য পাবেন। অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। বিডিও দপ্তর ছাড়াও আগামী দিনে এলাকার আরো চারটি জায়গায় এই ধরনের সাহায্য কেন্দ্র খুব শীঘ্রই খোলা হবে বলে জানান মিনাল বাবু ।
সুজিত বাবু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে গোটা পশ্চিমবাংলায় ”বাংলা সহায়তা কেন্দ্র “নামে প্রকল্প চালু করা হচ্ছে। এই কেন্দ্র থেকে মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে বলে তিনি জানান।