স্বাস্থ্যবিধি মেনে উখরায় শুরু হল দেড়শ বছরের ভগবতী পুজো
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ২৬আগস্টঃ
উখরার সৌমণ্ডলপাড়ায় মঙ্গলবার থেকে সাড়ম্বরে শুরু হলো ভগবতীদেবীর পূজো । চলবে আগামী শুক্রবার পর্যন্ত । তবে এবার করোনা অতিমারির কারণে পুজোর অনুষ্ঠানে বেশকিছু কাটছাঁট করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ভগবতী দেবীর পুজাটি প্রায় দেড়শ বছরের পুরনো। পুজোর সূচনা করেন স্থানীয় গোপ পরিবারের পূর্ব পুরুষ রাখাল গোপ। স্বপ্নাদেশ পেয়ে দেবীর পুজো সূচনা হয় বলে জন শ্রুতি রয়েছে এলাকায়। স্বপ্নদেশ পাওয়ার পর রাখালবাবু পরের দিনই গ্রামের বিভিন্ন পাড়া ঘুরে ১০৮ টি বাছুরের লেজের চুল সংগ্রহ করে সেগুলি দিয়ে দেবীর প্রতিকৃতি তৈরি করেন। সেই প্রতিকৃতিতে পুজোর সূচনা হয়। এখনো সেই চুলের তৈরি প্রতিকৃতিতে পুজোর পরম্পরা চলে আসছে। তবে বর্তমানে ওই প্রতিকৃতির পাশাপাশি মাটির তৈরি প্রতিমাও রয়েছে মন্দিরে। কয়েক বছর আগে মন্দিরটি ঘিরে একটি স্থায়ী আটচালা তৈরি হয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক অনুদানের। ভগবতী দেবীর পুজোকে কেন্দ্র করে সৌমণ্ডলপাড়ায় মিলনমেলার রূপ নেয়। পুজোর চার দিন কম বেশি সবার বাড়িতেই আত্মীয়-স্বজনরা আসেন। একসাথে চলে খাওয়া-দাওয়া গল্প আড্ডা। তবে এ বছর করোনা অতিমারির কারণে পূজোর অনুষ্ঠানে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। অন্যান্য বছর পুকুর থেকে বাড়ি আনা এবং বিসর্জনের সময় বর্ণাঢ্য শোভাযাত্রায় আয়োজন থাকতো। সেই সাথে হতো পুজোর চারদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় এড়াতে এবার সেসব বাতিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হচ্ছে বলেও জানান উদ্যোক্তারা।