জমা পরেনি পি এফ এর টাকা, পাচ্ছেন না বেতন, বিক্ষোভ ইসিএলের বেসরকারী নিরাপত্তারক্ষীদের

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডেবশ্বর), ২৪সেপ্টেম্বরঃ
দু – মাসের বকেয়া বেতন ও কুড়ি মাসের বাকি পিএফ এর টাকা একাউন্টে জমা করার দাবিতে বৃহস্পতিবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া অফিস গেটে বিক্ষোভ দেখালো ইসিএলে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ।
কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীদের অভিযোগ পাণ্ডবেশ্বর এরিয়ার অন্তর্গত বিভিন্ন কোলিয়ারি তে প্রায় ২০০এর বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী কাজ করেন। শেষ দু মাস তাদের বেতন হয়নি বলে অভিযোগ। প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কর্তৃপক্ষ জমা দেয়নি কুড়ি মাসের টাকা বলেও অভিযোগ উঠছে।
বিক্ষোভকারি নিরাপত্তারক্ষী রাজেশ রায়, মৃত্যঞ্জয় মন্ডল রা জানান নিরাপত্তারক্ষীরা কমবেশি সবাই সাধারণ পরিবারের। করোনা অতিমারির কারণে এমনিতে সবাই আর্থিক সমস্যার মধ্যে রয়েছ। ইসিএলের স্থায়ী কর্মীদের প্রতিমাসে সময় মতো বেতন হলেও গত দু’মাস নিরাপত্তারক্ষীরা বেতন পায়নি। সেইসঙ্গে কর্তৃপক্ষ পিএফ অ্যাকাউন্টে কুড়ি মাসের টাকা জমা না দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মীরা। অবিলম্বে দু মাসের বকেয়া বেতন ও পিএফ একাউন্ট এ টাকা জমা দেওয়ার দাবিতে এদিনের বিক্ষোভ বলে জানান তারা। বেলা দশটা থেকে বিক্ষোভ চলে একটা পর্যন্ত । বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনিও বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানান। পরে বিক্ষোভকারী ও নরেন্দ্রনাথ বাবুর সাথে আলোচনায় বসেন পাণ্ডবেশ্বর এরিয়ার পার্সোনাল ম্যানেজার নজরুল ইসলাম। আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন ও পিএফ এর টাকা জমা দেওয়ার আশ্বাস দেন তিনি। এরপরই ওঠে বিক্ষোভ।