অন্ডালে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতি কোকা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯সেপ্টেম্বরঃ
পুলিশের তৎপরতায় ধরা পড়ল এক কুখ্যাত দুষ্কৃতি, সাথে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্বপন বাউড়ি ওরফে কোকা একজন কুখ্যাত দুষ্কৃতি হিসেবে পরিচিত। বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে তার নাম জড়িত রয়েছে। মঙ্গলবার ভোর রাতে গোপন সুত্রে খবর পেয়ে অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ সিঁদূলি গ্রামে স্বপনের বাড়িতে আচমকা হানা দেয়। সেই সময় বাড়িতেই ছিল স্বপন। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়, সাথে স্বপনের বাড়ি থেকে একটি দেশি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃতকে আজ দুর্গাপুর আদালতে তোলা হয়।