দুর্গাপুরে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি, পুলিশকে দেখে নেওয়ার হুমকি রাজ্য সহ সভাপতির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪অক্টোবরঃ
কৃষি বিলের সমর্থনে দুর্গাপুরে বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড, আর তার জেরে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রীতেশ তিওয়ারী।
রবিবার দুর্গাপুরে কৃষি বিলের সমর্থনে দুর্গাপুরে একটি পদযাত্রা সাথে বাইক মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। এই মিছিলে যোগ দেন জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ রাজ্যের সহ সভাপতি রীতেশ তিওয়ারী। মিছিলটি দুর্গাপুরের গ্যামন এলাকা থেকে বের হয়। এই মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। দফায় দফায় ধ্বস্তাধ্বস্তি চলতে থাকে পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের।
রীতেশ তিওয়ারী বলেন, তৃণমূলের হয়ে পুলিশ যে কাজ গুলো করছে তা মোটেই ঠিক করছে না। আমরা নিয়ম মেনে গণতন্ত্র মেনেই এই মিছিল বের করি। কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়। আসানসোল দুর্গাপুরের মানুষ এর উচিত জবাব দেবে। আমরা এদের প্রত্যেকের নাম লিপিবদ্ধ করে রাখলাম, আজ নাহয় কাল সরকার বদলাবে। তখন এদের বিরুদ্ধে আইনি পথে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা অবশ্যই দেখব।