দেওয়াল লিখন দিয়ে দুর্গাপুরে শুরু হয়ে গেল তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫অক্টোবরঃ
একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত না হলেও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে শাসক বিরোধী সমস্ত দলই। ভোটের ময়দানে এক চুল জমি ছাড়তে নারাজ কেউই। এ ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃনমূল কংগ্রেসকে নির্বাচনী প্রচার শুরু করে দিতে দেখা গেল বৃহস্পতিবার। ২৯নং ওয়ার্ডের পুরপিতা সুনীল চ্যাটার্জীকে এদিন নিজের হাতে তুলি ধরতে দেখা গেল। দেখা গেল তুলি হাতে দেওয়ালে ঘাস ফুল আঁকতেও।
গতবার বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দুটি কেন্দ্রেই শাসকদলের শোচনীয় হারের থেকে শিক্ষা নিয়ে এ বারে বেশ আগে ভাগেই নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে প্রস্তুতি নিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। ইতিমধ্যেই এই দুটি কেন্দ্রের একাধিক জায়গায় কর্মীসভা করতেও দেখা গেছে জেলা থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বকে।