করোনা সচেতনতায় ৯নং ওয়ার্ডে দুর্গাপুরের বিশিষ্টজনেরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ
করোনা যুদ্ধে সামিল বিশ্বের সব স্তরের মানুষজন। প্রশাসনের তরফে নানা ভাবে সাধারন মানুষজনকে সচেতনও করছে কিভাবে নিজেদের ও সমাজের সমস্ত মানুষকে করোনার আক্রমন থেকে প্রতিহত করা যায়। তাই করোনার সংক্রমন এড়াতে সকলকে ঘরের মধ্যে থাকার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের তরফে। পাশাপাশি এও বলা হচ্ছে যে বাড়ির বাইরে বেরোলে সামাজিক দুরত্ব অবস্যই যেন বজায় রাখা হয় আর সাথে মুখে মাস্ক পড়ে যেন বের হন সকলে। এই ধরনের সচেতনতা কর্মসূচী নিতে দেখা গেল দুর্গাপুরের ৯নং ওয়ার্ডে। ওই ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলিতে দুর্গাপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গরা মিলে আজ শনিবার করোনার ব্যাপারে ওই ওয়ার্ডে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করেন। পাশাপাশি ওই ওয়ার্ডের সাফাইকর্মীদের মধ্যে মাস্ক প্রদান করা হয়, শুধু তাই নয় যারা মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বেরিয়েছিলেন তাদেরকেও মাস্ক দেওয়া হয়। সাথে বিশিষ্ট ব্যক্তিদের স্মারক হিসেবে চারা গাছ দেওয়া হয়। এদিনের এই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন দুর্গাপুর ইস্পাত হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অর্ণব চৌধুরী, D.I.C.V.স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বোস, প্রাক্তন ভারতীয় ফুটবল দলের সদস্য অমিতাভ ঘোষ, ইস্পাত হাসপাতালের নার্স সাধনা রায়, আইনজীবী কল্লোল ঘোষ ও সাংবাদিক সৌমেন ব্যানার্জী।