পুজো নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার সম্প্রচারে পান্ডবেশ্বরে অংশগ্রহণ পুজোর কর্মকর্তাদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৪সেপ্টেম্বরঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই আপামর বাঙালি মাতবে উৎসবে। তবে অন্যান্য বছরের মতো স্বাভাবিক পরিবেশে নয় এবার উৎসব হবে করোনা আবহে। তাই উৎসবে মাতলেও থাকতে হবে সতর্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি। সামান্য ভুল বা উৎসবে অতি উৎসাহের কারনে ছড়িয়ে পড়ুক সংক্রামন তা চায়না কেউই, সেই বার্তা দিতেই আজ বৃহস্পতিবার পুলিশ প্রশাসন ও পুজো কমিটি গুলির সঙ্গে ভার্চুয়াল সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইন্ডোরে এই অনুষ্ঠানটি হয়। রাজ্যের প্রতিটি প্রান্তে প্রজেক্টরের মাধ্যমে তা সম্প্রচারিত করা হয়।
পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া অফিস কমিউনিটি হলে প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল সভাটি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন কমিশনারেটের সার্কেল ইন্সপেক্টর দেবজ্যোতি সাহা, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, লাউদোহা থানার আধিকারিক রাহুল মন্ডল, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ও পাণ্ডবেশ্বর ব্লকের এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণাল কান্তি বাগচি ও কৌশিক সমাদ্দার ছাড়াও দুটি ব্লকের প্রায় দু’শটি পুজো কমিটির পদাধিকারিকরা। পুজোর আয়োজন কিভাবে করতে হবে, কোন কোন বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী সাথে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি। সমস্ত সরকারি নির্দেশ মেনে পুজোর আয়োজন করা হবে বলে কথা দেন পুজো কমিটি গুলির কর্তারা।