বি-জোনের জি এম পি এস স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার? উত্তেজনা দুর্গাপুরে

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫এপ্রিলঃ
দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের মহিষ্কাপুর রোডে অবস্থিত জি এম পি এস স্কুলে করা হবে কোয়ারেন্টাইন সেন্টার। এরকম একটি খবর কোনোভাবে চাউড় হয়ে যায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আর মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে স্কুল চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনভাবেই জনবহুল ওই এলাকার মাঝে কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না এই দাবিতে বাঁশ দিয়ে স্কুলের গেট আটকে বিক্ষোভে সামিল হন ওই এলাকার বাসিন্দারা। শুধু তাই নয় ওই স্কুলের দেখভালের দায়িত্বে থাকা একজন সুপারভাইজারকেও আটকে রাখেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয় ওই ওয়ার্ড অর্থাৎ ৬নং ওয়ার্ডের পুরমাতা মনি দাসগুপ্তকে। কিন্তু তিনি ঘটনাস্থলে না আসায় শেষে উত্তেজিত এলাকাবাসীরা তাঁর বাড়িতে উপস্থিত হন। কিন্তু ঘটনাক্রমে তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বারবার তাদের বিষয়টি নিয়ে বোঝাতে চাইলেও উত্তেজিত এলাকাবাসীদের কেউই পুলিশের কথাতে আমল দিতে রাজী হয় না। পরে ধীরে ধীরে বিষয়টি শান্ত হতে শুরু করে। তবে এলাকাবাসীরা হুঁশিয়ারী দেন যে, তাঁরা বিষয়টি নজরে রাখবেন যাতে ভবিষ্যতে ওই স্কুলে কোনোমতেই কোয়ান্টাইন সেন্টার না হয়।
অপরদিকে দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে সাফ জানিয়ে দেন যে এটি কেবলমাত্র গুজব রটেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হবে না।
পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান যে, ওই স্কুলে কোনো কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে না।