পান্ডবেশ্বরে রেল ক্রসিংয়ে বিকল ডাম্পার, তীব্র যানজটে ক্ষুব্ধ বাসিন্দারা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯আগস্টঃ
পান্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের রেল গেটের উপর লরি বিকল হয়ে যাওয়ায় এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। নিত্যদিন এই জায়গায় কোনো না কোনো কারণে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগ পোয়াতে হয় পথ চলতি যাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদেরও। ৬০ নম্বর জাতীয় সড়কের মত গুরুত্বপূর্ণ রাস্তায় উপর এই রেল ক্রসিংয়ে ওভার ব্রিজের দাবী দীর্ঘদিনের। কয়েক বছর আগে এই ক্রসিংয়ের উপর ওভার ব্রিজ তৈরী হওয়ার কথা ঘোষণাও করেছে রেল কর্তৃপক্ষ। তবে কবে সেই কাজ শুরু হবে সেই বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু জানায়নি।
বুধবার সকালে ফের যানজট তৈরি হয় পান্ডবেস্বরের ফুলবাগান মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। একটি পাথর বোঝাই ডাম্পার রেল ক্রসিংয়ের কাছে বিকল হয়ে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তার দুইদিকে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি। যানজটে নাকাল হতে হয় যাত্রি ও স্থানীয় বাসিন্দাদের। তীব্র যানজটের পর আজ ফের ক্রসিংটির উপর অবিলম্বে ফ্লাইওভারের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরে লোডার মেশিন এনে বিকল ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।