দুর্গাপুরে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে নির্মানকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ বহুতলের আবাসিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১জুনঃ
বেহাল পরিষেবা সহ প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে একটি বেসরকারী বহতল নির্মানকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন ওই বহুতলে বসবাসকারী আবাসিকরা। দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারী হাসপাতালের ভেতর রয়েছে পনেরোটি বহুতল আবাসন যেখানে বসবাস করেন প্রায় ছ’শোর কাছাকাছি আবাসিক। তাদের অভিযোগ, এই বহুতল আবাসনে ফ্ল্যাট কেনার সময় নির্মানকারী সংস্থা তাদের যা যা পরিষেবা দেবেন বলেছিলেন তার কোনোটাই এখনও পর্যন্ত্য মিলছে না। লিফট থেকে শুরু করে পানীয় জল, এমনকি রাস্তাঘাট সবই বেহাল অবস্থা। শুধু তাই নয় তাদের থেকে ফ্ল্যাটের বিনিময়ে মূল্য নিয়ে নিলেও এখনও পর্যন্ত্য ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করাচ্ছে না ওই সংস্থাটি। বারংবার বলা সত্বেও টালবাহানা করে কাটিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আজ তাঁরা প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন প্রতিবাদ জানাতে।
পরে ওই নির্মানকারী সংস্থার দপ্তরে এক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদী আবাসিকরা। প্রতিবাদের শেষে তাঁরা দাবী সম্বলিত একটি স্মারকলিপি ওই আধিকারিকের হাতে তুলে দেন আবাসিকরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন বলে প্রতিশ্রুতি দেন ওই আধিকারিক।