দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে উদ্ধার সাত ফুট লম্বা পাইথন

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩সেপ্টেম্বরঃ
গতকাল সজারু তো আজ পাইথন, শিল্পাঞ্চল দুর্গাপুরে এখন এটাই যেন নিত্যনৈমিত্যিক হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে কাঁকসায় ধানক্ষেতের থেকে একটি পাইথন উদ্ধার হয়েছিল, এবার খোদ সরকারী হাসপাতাল থেকে মিলল একটি ছয় থেকে সাত ফুট লম্বা পাইথন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে জঙ্গল সাফাই করতে গিয়ে প্রথম এই সাপটিকে দেখতে পান দুজন সাফাইকর্মী। এরপর সাপটিকে ধরার জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী দেবাশিষ মজুমদারকে। তিনি গিয়ে জঙ্গল থেকে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে বনদপ্তরের হাতে তুলে দেন।
প্রসঙ্গতঃ গতকাল কল্পতরু কলোনী থেকে একটি আহত সজারুকেঈ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন দেবাশিষ মজুমদার। সজারুটির মাথায় ও পিঠে চোট ছিল।