বেতন বৈষম্যতার বিরুদ্ধে সোচ্চার হলেন দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের অস্থায়ী কর্মীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬সেপ্টেম্বরঃ
একই কাজ অথচ বেতনে বৈষম্যতা রয়েছে। তাই বেতনের বৈষম্যতা দূর হোক, এই দাবিতে প্রতিকী অবস্থান বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা।
এই হাসপাতালে প্রায় ২৭৫ জনের মতো অস্থায়ী কর্মী আছেন যারা হাসপাতালের বিভিন্ন কাজে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাদের অভিযোগ দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট মেডিক্যালে যারা কাজ করেন তাদের থেকে প্রায় পাঁচ হাজার টাকা বেতন তাঁরা কম পান। এই বৈষম্যতা নিয়ে বহুবার কর্তৃপক্ষকে বলা হলেও তাঁরা কর্ণপাত করেছেন না। তাই বাধ্য হয়েই আজ হাসপাতালের সামনে এই অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। বিক্ষোভকারীদের এই প্রতিবাদে সামিল হন ১০ নং ওয়ার্ডের পুরপিতা রাজীব ঘোষ।
পুরপিতা জানান, করোনা আবহের মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে এই কর্মীরা কাজ করছেন কিন্তু প্ল্যান্ট মেডিক্যালে যে অস্থায়ী কর্মীরা কাজ করেন তাদের থেকে পাঁচ হাজার টাকা করে কম পাচ্ছেন একই কাজে। তাই বেতন বৈষম্যতার বিরুদ্ধে আজ আমরা দু ঘন্টার একটি প্রতিকী অবস্থান করছি। তবে হাসপাতালের কাজে যাতে অসুবিধা না হয় তার জন্য সবাই নয় ৮০ জন অস্থায়ী কর্মী এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
এদিকে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের বিষয়টি জানতে পেরে মেন হাসপাতালে যান মেয়র পারিষদ তথা শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জী। তিনি বলেন এই বেতন বৈষম্য কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। এদের কোনোভাবেই বঞ্চনা করা যাবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন প্রভাতবাবু।