দুর্গাপুরে সন্ধ্যেবেলা তলিয়ে যাওয়া ব্যাক্তির মৃতদেহ সকালে উদ্ধার হল পুকুর থেকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৩আগস্টঃ
রবিবার সাত সকালে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে কা৬কসার কা৬কসা থানার অন্তর্গত গোপালপুরে। মৃত ব্যাক্তির নাম রমেশ সাহু(৪৩)।
স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যেবেলা গোপালপুরের ওই পুকুরটিতে হাঁস ধরতে নেমেছিলেন ওই ব্যাক্তি। তারপরেই তলিয়ে যান রমেশবাবু। খবর দেওয়া হয় থানায়। কাঁকসা থানার পুলিশ গিয়ে পুকুরে তল্লাশী শুরু করে। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও ওই ব্যাক্তিকে না পাওয়ায় সেদিনের মতো তল্লাশী বন্ধ রাখা হয়। এরপর ফের আজ সকালে শুরু হয় তল্লাশী। এরপর সকাল সাড়ে সাতটা নাগাদ ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।