দুর্গাপুরে বিধানপার্কে জলাশয় থেকে যুবকের দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ আগস্টঃ
দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের এডিশন রোডের বিধান পার্কের পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিকাশ মল্লিক(৩০)। মৃত যুবক রঘুনাথপুরের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে আজ অর্থাৎ সোমবার সকাল ৮টা ৩০ নাগাদ পুলিশ খবর পায় বিধানপার্কের জলাশয়ে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় বিকাশের পরিবারকেও। বিকাশের দাদা গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। বিকাশের পরিবার সুত্রে জানা গেছে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল। পুলিশের প্রাথমিক ওই পার্কে সে সম্ভবতঃ প্রাকৃতিক কাজ সেড়ে জলে নেমেছিল, আর মৃগী রোগের কারনে সে জলে ডুবে যায়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
বিকাশের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিকাশের পরিবারে।