তৃণমূলে যোগ দিলেন আসানসোলের “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১সেপ্টেম্বরঃ
ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়। তাঁর সাথে যোগ দিলেন তাঁরই সংস্থার আরো এক হাজার সদস্য। আজ মঙ্গলবার আসানসোলের অগ্নিকন্যা ভবনে আনুষ্ঠানিকভাবে বুম্বাবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। বুম্বা মুখোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনতে এই ভবনে একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বুম্বা মুখোপাধ্যায়, যার প্রকৃত নাম শংকর মুখোপাধ্যায়। তবে সকলের কাছে তিনি বুম্বা বলেই বেশি পরিচিত। বুম্বাবাবুর আদি বাড়ি অন্ডালের উখড়া গ্রামের মুখার্জি পাড়ায়। তৃণমূল কংগ্রেস দলটি তৈরীর আগে তিনি জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তিনি অন্ডাল ব্লক যুব সভাপতি পদে ছিলেন। এরপর ১৯৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয় সেই সময় তিনি তৃণমূলে যোগ দেন। ২০০৬ সালে তিনি ব্যবসায়ীক কাজকর্মের কারনে আসানসোলে বসবাস করতে শুরু করেন। এরপর থেকে দলের কোনো কর্মসূচিতে তাঁকে আর দেখা যায়নি। ব্যবসার পাশাপাশি আসানসোলে তিনি “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন। সমাজসেবামূলক কাজে এরপর ধীরে ধীরে তাঁর পরিচিতি গড়ে ওঠে। এদিন তিনি ও তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ছাড়াও প্রায় হাজারখানেক অনুগামী তার সাথে তৃণমূলে যোগ দেন। তার বাড়ি থেকে অনুষ্ঠানস্থল অগ্নিকন্যা ভবন যাওয়ার পথে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তার অনুগামীরা। দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতার পাশাপাশি ভালো সংগঠক হিসেবেও তার পরিচিতি রয়েছে। আগামী দিনে দল তাকে বড় কোন পদে দিতে পারে বলে দলীয় সূত্রে খবর।