দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকে লকডাউনের মাঝেই ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪এপ্রিলঃ
দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকে একটি বেসরকারী ইস্পাত কারখানায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম সঞ্জয় সিং(৪২)। ওই শ্রমিক বিহারের বাসিন্দা। মাস নয়েক আগে এই কারখানায় কাজে যোগ দেন সঞ্জয়। লকডাউনের কারনে তিনি আটকে পড়েন দুর্গাপুরে। ওই কারখানাতেই থাকছিলেন। আজ শুক্রবার ভোরে হঠাতই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর মৃত্যু হয়। পুলিশ গিয়ে মৃতদেহ ম্যনাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রশাসন সুত্রে জানা গেছে, অত্যধিক গরম ও হৃদযন্ত্র বিকল হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে। এরপর সঞ্জয়ের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। বিকেল ৪টে নাগাদ দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে মৃতের দাদার হাতে সঞ্জয়ের মৃতদেহ তুলে দেওয়া হয়। সাথে সেই দেহ বিহারে সঞ্জয়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মৃত ওই শ্রমিকের দাহকার্য সহ অন্যান্য খরচের জন্য দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে তাঁর দাদার হাতে ৩০হাজার টাকাও তুলে দেওয়া হয়।