কাঁকসায় লরির সাথে গ্যাস ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত চালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩অক্টোবরঃ
ফের কাঁকসায় দুর্ঘটনায় বলি। এবার মৃত্যু হল এক চালকের। পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে শুক্রবার দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একটি লরির চালকের।
প্রশাসন সুত্রে জানা গেছে, এদিন সকালে কাঁকসার চার মাইল এলাকায় প্রথমে একটি বেসরকারীর বাসের পেছনে ধাক্কা লাগে একটি বাইকের। এর কিছু সময়ের মধ্যেই ফের ওই একই জায়গায় রান্নার গ্যাসের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি চালবোঝাই লরির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। গ্যাস ট্যাংকারের চালককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এই দুর্ঘটনার জেরে ব্যাস্ততম ওই রাজ্য সড়কে বেজায় যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।