মোবাইল কেড়ে নিলো প্রাণ, দুর্গাপুরে জলাধারে তলিয়ে গেল দুই যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ডিসেম্বরঃ
জলাধারে তলিয়ে মৃত্যু হল তরতাজা দুই যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ওয়ারিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। উদ্ধারকাজে দেরী হওয়ায় এলাকায় উত্তেজনা তৈরী হয় স্থানীয়দের মধ্যে। এলাকার তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভও দেখান এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, অজয় দাস(২২) ও বীরু চৌধুরী(২০) নামে ওয়ারিয়া এলাকার বাসিন্দা ওই দুই যুবক ওয়ারিয়া স্টেশন সংলগ্ন দুর্গাপুর ইস্পাত কারখানার জলাধারে গতকাল অর্থাৎ শনিবার বিকেলে মোবাইলে সেলফি তুলতে নামে। এরপরেই জলে তলিয়ে যায় ওই দুই বন্ধু। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনও পর্যন্ত্য ওই দুই যুবককে জলাধার থেকে উদ্ধার করা যায়নি আর তাতেই ক্ষুব্ধ হন এলাকাবাসীরা। তাঁরা ৩৮নং ওয়ার্ডের তৃণমুল নেতা কৃষ্ণা সাউকে দেখে সমস্ত ক্ষোভ উগরে দেন। অপরদিকে রাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় ডিটিপিএস ফাঁড়ির পুলিশ ও পুরপিতা লোকনাথ দাস। এরপর বেলা ২টো ৩০ নাগাদ অজয়ের নিথর মৃতদেহ জল থেকে উদ্ধার হয়। শেষ পাওয়া খবরে এখনও বীরুকে খুঁজে পাওয়া যায়নি, তবে জোরকদমে চলছে উদ্ধারের চেষ্টা।
এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই জলাধারে এত বেশী পরিমানে কচুরীপানা থাকায় উদ্ধার কাজে বাধা পড়ছে। তাই রাত থেকেই তিনটি জেসিপি মেসিন দিয়ে কচুরীপানা সরানোর কাজ চলছে। সাথে বিপর্যয় মোকাবিলার দলও জোরকদমে ওই যুবকের তল্লাশী চালিয়ে যাচ্ছে।