পুজোর আগে ভ্রমনার্থীদের জন্য চালু হতে চলেছে দুর্গাপুর থেকে পুরীর সরকারী বাস পরিষেবা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪অক্টোবরঃ
এতদিন দুর্গাপুর থেকে দীঘায় যাওয়ার জন্য ছিল দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা, এবার যাত্রীদের অনুরোধে দুর্গাপুর থেকে পুরী যাওয়ার বাস পরিষেবা চালু করা হল দক্ষিণবঙ্গ পরিবহন রাষত্রীয় পরিবহন সংস্থার তরফে। চলতি মাসের ১৭ তারিখ থেকে এই পরিষেবা চালু হবে। প্রতিদিন বিকেল ৫টা ৩০ এ বাস ছারবে দুর্গাপুরের সিতিসেন্টার বাস স্ট্যান্ড থেকে। সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস দুর্গাপুর থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর, খড়গপুর, কটক ভুবনেশ্বর হয়ে পৌঁছবে স্বররগদ্বার পুরীতে। দুর্গাপুর থেকে পুরী পর্যন্ত্য বাসের ভাড়া ধার্য করা হয়েছে মাথা পিছু ১০১৮ টাকা করে। যাত্রীরা চাইলে অমলাইনেও বাসের টিকিট বুক করতে পারে। অনলাইন বুকিংয়ের জন্য online.sbstcbooking.co.in এ ক্লিক করে বুক করতে পারেন।