রাত থেকে নিখোঁজ মহিলাকে সকালে পাওয়া গেল বিদ্যুতের হাইটেনশন টাওয়ারের উপর
আমার কথা, পশ্চিম বর্ধমান(বারাবনি), ১৪সেপ্টেম্বরঃ
সকাল হতেই বিদ্যুতেরএকটি হাইটেনশন টাওয়ারের নিচে একে একে লোকজন জমায়েত হতে শুরু করে। সকলের চোখ ওই টাওয়ারের মাথায়। কি আছে টাওয়ারের মাথায়? ভাল করে লক্ষ্য করলে দেখা গেল এক মহিলা ওই টাওয়ারের মাথায় চেপে বসে আছে। অবাক করা এই ঘটনাটি বারাবনি থানার ভানোড়া মোড় সংলগ্ন এলাকার। পরে পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম রায়মনি টুডু(৩১)। গতকাল অর্থাৎ রবিবার রাত থেকে ওই আদিবাসী মহিলা নিখোঁজ ছিলেন, আর সকাল হতেই তাঁর খোঁজ মিলল এভাবে। খবর দেওয়া হয় থানায়। বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় দমকল বিভাগে। খবর পেয়ে আসানসোল থেকে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বহু কষ্টে ওই মহিলাকে সুরিক্ষিতভাবে টাওয়ার থেকে নিচে নামাতে সক্ষম হন। এই ঘটনায় সময় লাগে প্রায় ঘন্টা চারেক। এরপর ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।