ফের খন্ডঘোষে পিস্তল সহ যুবক গ্রেফতার
আমার কথা, পূর্ব বর্ধমান(খন্ডঘোষ), ৬ এপ্রিলঃ
ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম শ্যামাপদ রুইদাস(২৮) বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বিউর গ্রামে। খণ্ডঘোষ থানার পুলিশ সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে খণ্ডঘোষ এর বাদুলিয়া বেরুগ্রাম রোডের বেরুগ্রাম এলাকায় একটি বেসরকারি স্কুলের সামনে নাকা তল্লাশি চালানোর সময় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি। ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় কী উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয়ের তদন্ত শুরু করেছেন খণ্ডঘোষ থানার পুলিশ। আজও অভিযুক্তকে বিচার বিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পেশ করা হল।