অন্ডালে ফাঁকা বাড়িতে চুরি, পুলিশের জালে ৭ দুষ্কৃতি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুনঃ
ফের আসানসোল দুর্গাপুর পুলিশের সাফল্য। চুরি যাওয়া সামগ্রী সহ চোরের দলকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে।
অন্ডাল থানার উখরা আউট পোস্টের অন্তর্গত শঙ্করপুর ক্যান্টিন এলাকার বাসিন্দা মিতা কর্মকার নামে এক মহিলা গত তিন মাস ধরে অন্ধ্রপ্রদেশে তার ছেলের কাছে গেছিলেন। ফাঁকা বাড়ির সুযোগে মিতাদেবীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতির দল। এরপর মিতাদেবী বাড়ি ফিরে দেখেন তার বাড়িতে চোরের দল ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। গতকাল অর্থাৎ শুক্রবার তিনি উখরা আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই এলাকা থেকেই মহঃ জহর আলি, সেখ দিলবর, সেখ সরগুর, সেখ গুলাম রসুল। সেখ আলমগীর, সেখ আলি হুসেন ও সেখ হান্নান নামে সাতজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। সাথে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী যার মধ্যে রয়েছে পোশাক, বাসনপত্র, সোনার গয়না, একটি ল্যাপটপ সহ আরো বেশ কিছু দ্রব্যাদি। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা প্রত্যেকেই ক্যান্টিন এলাকার বাসিন্দা। প্রসঙ্গতঃ দিন কয়েক আগে ওই একই এলাকায় এক ইসিএল আধিকারিকের বাড়িতেও চুরি হয়। পুলিশের প্রাথমিক অনুমান সেই চুরির পছনেও এই দলটির হাত থাকতে পারে। বিষয়টির সত্যতা যাচাই করতে সাথে এই সব চুরির পেছনে আরো কোনো দুষ্কৃতি জড়িত কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাই পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।