পুজোর আগে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড এলাকায় মোবাইলের দোকানে চুরি, ক্ষুব্ধ ব্যবসায়ী মহল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪অক্টোবরঃ
পুজোর আগে ফের একই কায়দায় একই দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড এলাকায়। স্বভাবতই এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে ওই এলাকার ব্যবসায়ী মহলে।
দোকান মালিক নবকুমার বিশ্বাস জানান, তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আর গতবারের চুরির ঘটনার পর তিনি দোকানে এলার্ম লাগিয়েছেন। সেই সিসিটিভি ফুতেজে দেখা গেছে মুখোস পরিহিত এক দুষ্কৃতি রাত একটা নাগাদ দোকানে ছাদের চাল কেটে ভেতরে ঢোকে, কিন্তু যেহেতু দোকানে এলার্ম লাগানো রয়েছে, আর সেই এলার্ম বেজে ওঠায় এলাকায় রাত পাহারায় থাকা নিরাপত্তারক্ষীরা ছুতে আসে। বিপদ বুঝে পালিয়ে যায় ওই দুষ্কৃতি। কিন্তু সাথে নিয়েও যায় দোকানের বেশ কিছু সামগ্রী, যার মধ্যে মোবাইল ফোন সহ আনুমানিক পঞ্চাশ হাজার টাকার সামগ্রী।
নবকুমার বাবু আরো জানান যে, ২০১৮ সালের অক্টোবর মাসেও ওই একই কায়দায় দোকানের ছাদ কেটে চুরির ঘটিওনা ঘতেছিল, যদিও তার কোনো সমাধান আজও হয়নি। সেবারেও প্রায় আড়াই লক্ষ টাকার সামগ্রী চুরি গেছিল। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তোলেন দোকান মালিক।
এদিকে দুর্গাপুর স্টেসন সংলগ্ন মার্কেট গুলিতে পর পর চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ো মহলের ক্ষোভ তৈরি হয়েছে।
প্রসঙ্গতঃ দিন কয়েক আগে বেনাচিতির এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চুরি যায় প্রচুর গয়না ও নগদ টাকা। সেই ঘটনায় চারজনকে আতকও করে পুলিশ।