এবার করোনায় আক্রান্ত খোদ দুর্গাপুর মহকুমা শাসক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪অক্টোবরঃ
এবার করোনায় আক্রান্ত খোদ দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। বর্তমানে তিনি মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য। মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান, দিন কয়েক ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এরপর তাঁর সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বিকেলের পর ওই হাসপাতালে ভর্তি হন।
প্রসঙ্গতঃ মাস দুয়েক আগে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এক দেপুটি ম্যাজিস্ট্রেট প্রথম করোনায় আক্রান্ত হন। তখন মহকুমা প্রশাসনের দপ্তরের প্রায় পঞ্চাশ জনের মতো আধিকারিক ও কর্মীদের সোয়াব পরীক্ষা করা হয়। সোয়াব পরীক্ষা করা হয় খোদ মহকুমা শাসকেরও। তারপরে সেই পরীক্ষায় পর পর কয়েকজন আধিকারিক ও কর্মীর রিপোর্ট পজিটিভ এলেও মহকুমা শাসকের রিপোর্ট সেই সময় নেগেটিভ আসে। কিন্তু শেষ রক্ষা হল না। দিন কয়েক ধরেই জ্বর ও কাশির সমস্যা হচ্ছিল তাঁর। পরীক্ষা করা হয় সোয়াব আর তাতেই ধরা পড়ে এবার করোনায় আক্রান্ত খোদ মহকুমা শাসক।