পান্ডবেশ্বরে অটো লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক তিন যাত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৪আগস্টঃ
অটো লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন আরোহী। আজ অর্থাৎ সোমবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর খোট্টাডিহির সংযোগস্থলে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত নটা নাগাদ পাণ্ডবেশ্বর খোট্টাডিহির সংযোগস্থলে একটি তিন চাকার অটো সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দশ চাকার লরির। গুড় বোঝায় ওই লরিটি রানীগঞ্জের দিক থেকে আসছিল। অন্যদিকে তিন চাকার লরিটি বীরভূম থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। সংযোগস্থলে মুখোমুখি ধাক্কায় আটোটি ভেঙে চুরমার হয়ে যায়। অটোয় থাকা তিন ব্যক্তি গুরুতর জখম হন। অটোটি সহ অটোর যাত্রীরা হুগলির বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে পান্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর। ঘাতক লরি ও লরির চালককে আটক করেছে পুলিশ।