উত্তরপ্রদেশের নারকীয় ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে মৌণ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১অক্টোবরঃ
উত্তরপ্রদেশের হাথরসে উনিস বছরের যুবতীকে গণধর্ষণ ও পরে মৃত্যুর ঘটনার প্রত্তিবাদে বৃহস্পতিবার দুর্গাপুর ২নং ব্লক তৃণমূল কংগ্রেস ও মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মৌণ মিছিল বের হয় দুর্গাপুর শিল্পাঞ্চলে।
এই মৌণ মিছিলে পা মেলান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি ইমরান খান ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজা খান এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ।।
মিছিল শেষে জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি ইমরান খান বলেন, “জিভ তো কেটেছে ১৯ বছরের বালিকা মনীষা বাল্মীকির কিন্তু আওয়াজ হারিয়েছে গোটা দেশের। মোদী জীর মিডিয়ার ও মোদী জীর বেটি বাঁচাও বেটি পড়াও নেত্রীদের।।
১৯ বছরের একটি মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করা হলো, শুধু তাই নয় শারীরিক অত্যাচারও। কিন্তু সেই যোগীর সরকার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির পরিবর্তে তাদের বাঁচাতে রাতারাতি সেই ধর্ষিতার দেহ জোর করে পুড়িয়ে দিলো পুলিশ যাতে সহজেই তথ্য আর প্রমাণ লোপাট করা যায়। কেন মেয়েটি কি শুধু দলিত ছিলো বলেই সঠিক বিচার পাবে না ? মহাভারতের শ্রী কৃষ্ণ বলেছিলেন, যেখানে নারীর পূজো হয় সেখানেই ঈশ্বর থাকে,আর যেখানে নারীর অপমান হয় সেখানে ঈশ্বরের অপমান হয়। যদি নারী মা হয়ে জন্ম দিতে পারে তো নারী চন্ডী হয়ে বিন্যাস ও করতে পারে। যেখানে নারীর অপমান হবে সেখানে মহানভারতে ও মহাভারত হবে। উত্তর প্রদেশের সকল নির্যাতিত নারীরাই উত্তরপ্রদেশে এই জঙ্গল রাজের বিরুদ্ধে এক নতুন মহাভারত রচনা করবে।”