সমুদ্রে বেড়াতে গিয়ে ডুবে মৃত্যু দুর্গাপুরের দুই বন্ধুর, নিখোঁজ আরো এক

আমার কথা, দুর্গাপুর, ১৬ জুলাইঃ
অফিস থেকে ছুটি নিয়ে ছয় বন্ধু মিলে সপ্তাহান্তে ছুটি কাটাতে গেছিলেন মন্দারমনিতে। কিন্তু সমুদ্র স্নান বিপদ ডেকে আনলো। সমুদের জলে তলিয়ে মৃত্যু হল দুই বন্ধুর। সাথে এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন। পুলিস নিখোঁজের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
দুর্গাপুর থেকে রবিবার তিন বন্ধুর সাথে মন্দারমনি বেড়াতে গিয়েছিলেন সমর চক্রবর্তী(৩৯), কৌশিক মন্ডল(২৯) ও ঋত্বিক গড়াই(২২), বাড়ি মহিষ্কাপুর প্লট। সমর পেশায় একজন সেলসম্যান, বাড়ি দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের এস এন বোস রোডের বাসিন্দা। কৌশিক একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। বাড়ি ভিড়িঙ্গীর ধর্মরাজতলা এলাকায় থাকতেন। আর ঋত্বিকের বাড়ি বেনাচিতির কাইজার লেনে। বন্ধুরা সকলে মিলে উঠেছিলেন মন্দারমনিতে একটি বেসরকারি হোটেলে। মঙ্গলবার সকালে সমুদ্রে স্নান করতে নামেন ছয় বন্ধু। কিন্তু এদের মধ্যে সমর, কৌশিক ও ঋত্বিক তলিয়ে যান। বিষয়টি নজরে আসতেই সাথে বাকি বন্ধুদের চেঁচামেচি শুনে নুনিয়ারা জলে ঝাঁপিয়ে পড়েন। খবর যায় পুলিশের কাছে। মন্দারমনি থানার পুলিশ পৌঁছোয় সমুদ্রতটে। ততক্ষনে সমর ও কৌশিকের নিথর দেহ উদ্ধার হয়। স্পিড বোটে করে ঋত্বিকের খোঁজে তল্লাশী চালানো হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত্য তখনো ঋত্বিকের খোঁজ মেলেনি। এদিকে অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধার কাজ বিঘ্নিত হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।