দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে জাতীয় সড়কে ডাম্পারের সাথে গাড়ির সংঘর্ষে আহত ২

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮অক্টোবরঃ
একটি ডাম্পারের সাথে চারচাকা গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন চার চাকা গাড়ির চালক ও ওই গাড়িরই অপর এক যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের কাছে ২নং জাতীয় সড়কের উপর।
গাড়ির আহত চালক জানান ডাম্পারটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। তাদের গাড়িকে পেছন থেকে এসে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পরে ব্যস্ততম এই সড়ক। কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। দুর্ঘটনার খবর পৌঁছোয় পুলিশের কাছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচলা স্বাভাবিক হয়।