“বিজেপিকে ভোট দিন, নিজের বাঁশ নিজে নিন”, দুর্গাপুরে দেওয়াল লিখনে উত্তেজনা, অভিযোগ তৃণমূলের দিকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ডিসেম্বরঃ
ভোট আসছে, বাড়ছে উত্তেজনা, বাড়ছে শাসক বিরোধীদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি। এরকমই এক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুরবাসী। ১৪নং ওয়ার্ডের নতুনপল্লী এলাকায় বিজেপির দেওয়াল লিখনের উপর দল বিরোধী লেখাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়ালো বিজেপি কর্মীদের মধ্যে। কে বা কারা করল তা নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম হয় এলাকা।
বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় মন্ডল এ বিষয়ে অভিযোগ আনছেন তৃণমূলের এক মেয়র পারিষদ ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে। কারন হিসেবে তিনি বলেন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল ততই ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে আর তার থেকেই তাঁরা এই ধরনের অপকর্ম করছে।
অপরদিকে তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। তৃণমূলের তরফে বলা হয় এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল ফলাফল যা ঢাকতে তৃণমূলের উপর এর দায় চাপানো হচ্ছে।