শুধুমাত্র পুলিশের জন্য কেন? সকল রক্তদাতার টিফিন খরচ ৫০টাকা বরাদ্দ হোক উঠল দাবি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
প্রতি বছর গরম পড়ার সাথে সাথে রক্ত সংকট দেখা দেয় বিভিন্ন এলাকায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে রক্তের আকাল মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। কিন্তু এ বছর করোনা ভাইরাসের আক্রমনে সব কিছুই ওলট পালট হয়ে গেছে, যার দরুন গরম পড়তে না পড়তেই রক্ত সংকট নিয়ম মাফিক দেখা দিলেও কোনো বড় রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। অথচ রক্তের প্রয়োজনীয়তাকে আটকানো যাচ্ছে না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশকর্মীরা এগিয়ে এসেছেন স্বেচ্ছায় রক্তদান করতে। যে কোনো রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের জন্য টিফিন খরচ বাবদ মাথা পিছু ২৫টাকা করে বরাদ্দ থাকে। কিন্তু ১এপ্রিল থেকে স্টেট ব্লাড ত্রান্সফুসন কাউন্সিলের তরফে একটি সার্কুলার বের হয় যাতে ঘোষণা করা হয়েছে যে যে পুলিশকর্মীরা স্বীছায় রক্তদান করবেন তাদের জন্য টিফিন খরচ বাবদ ২৫ টাকা নয় ৫০টাক বরাদ্দ থাকবে। ব্লাড ব্যাংককে দেওয়া এই নির্দেশ শুধুমাত্র পুলিশকর্মীদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে এই প্রশ্ন তুলে ফেডারেশন অফ ব্লাড দোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ সংস্থার পক্ষ থেকে দাবি জানান যে টিফিন বাবদ ৫০টাকা করে সমস্ত স্বেচ্ছায় রক্তদাতাদের দিতে হবে। তিনি বলেন, “আমরা সবাই খুশী হতাম যদি আপনি সকল রক্তদাতা পিছু টিফিন খরচ বাবদ ৫০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতেন । আমরা এই আর্থিক বছরের শুরু থেকেই (১/৪/২০২০ থেকে ) সকল রক্তদাতা পিছু টিফিন খরচ বাবদ ৫০ টাকা করে দেওয়ার জন্য নির্দেশনামা জারী করার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি।