দুর্গাপুর থানা থেকে আলাদা করা হল মহিলা থানাকে, উদ্বোধন হল নতুন ভবনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ
তদন্তের স্বার্থে সাথে আরো উন্নত পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর থানা চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল দুর্গাপুর মহিলা থানাকে। দুর্গাপুরের পলাশডিহায় আজ অর্থাৎ মঙ্গলবার দুর্গাপুর মহিলা থানার নতুন ভবনের উদ্বোধন হল। এই থানাটির ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে থানা পরিদর্শনে আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, মহকুমা শাসক অনির্বাণ কোলে, মহানাগরিক দিলীপ অগস্তি প্রমুখ। আগের মহিলা থানার তুলনায় এই থানায় জায়গাও অনেক বেশী। সব থেকে বড় বৈশিষ্ট হলে এই নতুন মহিলা থানার যে অনেক সময় মহিলারা তাদের বাচ্চাদের সাথে নিয়ে আসেন থানাতে। তাই সেই সমস্ত বাচ্চাদের কথা মাথায় রেখে এই নতুন ভবনে একটি ঘর তৈরী করা হয়েছে যে ঘরে বাচ্চাদের বিনোদনের জন্য নানা চিত্র আঁকা হয়েছে।
ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “দুর্গাপুরবাসীকে আরো উন্নত পরিষেবা দিতে অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত এই নতুন ভবনটি তৈরী করা হল।”