লকডাউনের সময়ের বেতন আটকে রয়েছে, দাবিতে বামুনাড়ায় কারখানার গেটের সামনে ধর্ণা শ্রমিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৫সেপ্টেম্বরঃ
বকেয়া বেতনের দাবিতে কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারী কারখানায় বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। তাদের অভিযোগ, লকডাউন চলাকালীন মে মাসে কারখানা কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখলেও তাদের পুরো বেতন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের বেতন দেওয়ার সময় এলে মাত্র তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তাঁরা আরো জানান যে কর্তৃপক্ষকে একাধিকবার পুরো বেতন দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ তা মানতে নারাজ। এই অভিযোগে শুক্রবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁরা অবিলম্বে পুরো বেতন দাবি করেন। সাথে তাঁরা কারখানার সামনে ধর্ণায় বসে যান। বলেন যতক্ষণ না তাদের বকেয়া পুরো বেতন দেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা এই অবস্থান চালিয়েই যাবেন।