দুর্গাপুরে মামারবাড়ি বেড়াতে এসে জলে তলিয়ে গেল যুবক

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬সেপ্টেম্বরঃ
মামার বাড়ি বেড়াতে এসে অজয়ের জলে তলিয়ে গেল এক তরতাজা যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত বিদবিহারের কৃষ্ণপুর বাগানে।
জানা গিয়েছে বোলপুরের বাসিন্দা বাবলু হাজরা(১৮) বাবা মায়্বের সাথে কৃষ্ণপুরে মামারবাড়ি বেড়াতে এসেছিল। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে বন্ধুদের সাথে দুপুর ১২টা ৩০ নাগাদ অজয় নদে স্নান করতে নামে বাবলু। একেই নদের গভীরতা বেশি তার উপর বাবলু সাঁতার জানতো না। ফলে জলে তলিয়ে যায় বাবলু। এলাকাবাসীরা বহু চেষ্টা করেও খোঁজ পায়নি বাবলুর। অতঃপর খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু সময় গড়িয়ে গেলেও পুলিশের তরফে উদ্ধারের ব্যাপারে কোনো আপতকালীন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পরে এলাকাবাসীরা। অভিযোগ ডুবুরীর দল আনতে পুলিশ কেন দেরি করছে? এরপর অন্ধকার হয়ে গেলে তো উদ্ধারকাজ ব্যাহত হবে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।