দুর্গাপুরে ব্যারেজের জলে তলিয়ে মৃত্যু যুবকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭জুলাইঃ
বন্ধুদের সাথে দামোদরের জলে স্নানে নেমে তলিয়ে গেল বেনাচিতির সুভাষ পল্লীর এক যুবক। মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম পার্থপ্রতিম ভৌমিক (২৪)। শনিবার রাত্রিতে বন্ধুর বাড়িতে যায় ওই যুবক। সোমবার শিবের মাথায় জল ঢালার কথা ছিল। সেজন্যই রবিবার সকালে স্নান করতে যাই বন্ধুদের সাথে দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে। ছয় বন্ধু মিলে স্নানে নামলে তলিয়ে যায় ওই যুবক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকা জুড়ে শোকের ছায়া।